কে এম শাহীনুর রহমান:
সাতক্ষীরার তালায় উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
মঙ্গলবার (১৮ ডিসেম্বর) তালা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাংসদ এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, ভাইস চেয়ারম্যান (মহিলা) মুর্শিদা পারভীন পাপড়ি, তালা থানা ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ ফকরুল আলম খান, পাটকেলঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কুমার রায়, ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, নগরঘাটা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপু, সরুলিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল হাই, তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, ইসলামকাটি ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক, মাগুরা ইউপি চেয়ারম্যান গনেষ দেবনাথ, খলিসখালী ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সাবির হোসেন, খেসরা ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম লাল্টু, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু ও খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু, তালা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন, তালা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডিপোটি কমাণ্ডার আলাউদ্দীন জোয়াদ্দার, কৃষি বিষয়ক কর্মকর্তা হাজিরা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজনীন নাহারসহ সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, এনজিও কর্মকর্তা এসময় উপস্থিত ছিলেন।

















