নিউজ ডেক্সঃ
গত ২৮ অক্টোবর (শনিবার) দৈনিক ইত্তেফাক ও বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত “শ্যামনগর শিক্ষা অফিসারের বিরুদ্ধে ‘রাসেল সোনা’ বই বিক্রির অর্থ আত্মসাতের অভিযোগ’ শিরোনামে সংবাদের প্রতিবাদ করেছেন শ্যামনগর উপজেলা শিক্ষা অফিসার (ভারঃ) মোঃ শাহীন ইসলাম।
এক প্রতিবাদ লিপিতে শিক্ষা অফিসার সাংবাদিকদের জানিয়েছেন গত ইং ২৮ অক্টোবর (শনিবার) আমাকে জড়িয়ে, ‘শিক্ষা অফিসারের বিরুদ্ধে ‘রাসেল সোনা’ বই বিক্রির অর্থ আত্মসাতের অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। একটি চক্র শিক্ষা অফিসের ভাবমূর্তি নষ্ট করার জন্য সব সময় তৎপর রয়েছে। তারা মিথ্যা তথ্য দিয়ে এ ধরণের সংবাদ প্রকাশ করেছে। তিনি আরোও জানান ‘ছন্দে ছড়ায় রাসেল সোনা’ বইটি দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের চিঠির নির্দেশনায় এবং জেলা প্রশাসক ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের দাপ্তরিক চিঠির অনুকুলে বিদ্যালয়ে বিতরণ ও কর্তৃপক্ষের নিকট বিক্রির সকল অর্থ হস্তান্তর করছি মাত্র। এখানে আমার কোন আর্থিক সংশ্লিষ্টতা নেই। বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের উপর জ্ঞান বৃদ্ধিতে এ শিক্ষা উপকরণ সংগ্ৰহ করার সরকারি নির্দেশনা অনুযায়ী কাজ করেছি। আমি মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একটি পক্ষ নিজেরাই এমন ভুয়া তথ্য সংগ্রহ করে আমার বিরুদ্ধে কুৎসা ছড়াচ্ছে। আমি এতে সামাজিক, মানষিক ও দাফতরিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছি। দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে পত্রিকা ও অনলাইন পত্রিকাটিকে বিষয়টি আরও গভীরভাবে অনুসন্ধান করা উচিত ছিলো বলে আমি মনে করছি। উল্লেখিত প্রতিবেদনটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সঠিক তথ্য সংগ্র করার আহবান করেছেন শ্যামনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার।