কে এম শাহীনুর রহমান :
সাতক্ষীরার তালার প্রতিটি ইউনিয়নের কোভিট-১৯ টিকাদান কেন্দ্র উদ্ভোধন ও পরিদর্শন করেছেন তালা উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়রম্যান ঘোষ সনৎ কুমার। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারিফ-উল-হাসান এসময় উপস্থিত ছিলেন।
শনিবার (৭ আগষ্ট) সকালে তালা সদর, খলিলনগর, জালালপুর, খেশরা, মাগুরা, ইসলামকাটি, কুমিরাসহ উপজেলার প্রতিটি ইউনিয়নে টিকা কেন্দ্র পরিদর্শন করেন তিনি।
তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজিব সরদার, জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মফিদুল হক লিটু, এস এম আজিজুর রহমান রাজু, সুভাষ চন্দ্র সেন, শেখ আজিজুর রহমান, সরদার জাকির হোসেন সহ অধিাকংশ চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
প্রতিটি ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার স্ব-স্ব টিকা কেন্দ্রে দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে।
এসময় ঘোষ সনৎ কুমার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষ কে বাঁচাতে দিনরাত পরিশ্রম করে চলেছেন। মহামারী করোনা থেকে দেশকে নিরাপদ রাখতে গ্রাম অঞ্চলে রেজিষ্ট্রেশন ছাড়ায় টিকা দেয়ার ব্যবস্থা করেছেন। জীবন যাত্রা সচল রাখতে ও করোনা ভাইরার্স থেকে রক্ষা পেতে টিকা গ্রহণের কোনো বিকল্প নেই। আমাদের উচিৎ প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে সকল কু-সংস্কার ভূলে সকলেই টিকা গ্রহণ করা।

















