সারা দেশে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলনের মধ্যদিয়ে ২০১৪ সালের ৫ জানুয়ারি ১০ম জাতীয় সংসদ নির্বাচন দিবস পালন করবে বিএনপি।
আজ মঙ্গলবার (৫ জানুয়ারি) সারাদেশের বিএনপির নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবে।
সোমবার (৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, বিএনপি বিগত ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে সকল রাজনৈতিক দল নির্বাচন বর্জনের পরেও জনগণের দাবিকে উপেক্ষা করে একতরফা ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখলের কলংকিত অধ্যায়কে ঘৃণার সঙ্গে স্মরণ করার জন্য সারা দেশে বিএনপি কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করবে। ওই নির্বাচনের প্রতিবাদে এদিন দলের নেতা-কর্মীরা কালো ব্যাজ ধারণ করবে বলেন রিজভী।

















