এস এম মোতাহিরুল হক শাহিন, ষ্টাফ রিপোর্টার
সাতক্ষীরা তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের ভাগবাহ বাজারের পাশে বশত বাড়িতে ভয়াবহ আগুনে বাড়ীর মালামাল সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। খবর পেয়েই তালা ফায়ার সার্ভিসের ১টি ইউনিট অতি অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় বৈদ্যুতিক সটসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী নজরুল ইসলাম জানান, আমার মেয়ের জামাই ভাগবাহ গ্রামের মোঃ হাসান গাজীর বাড়ীতে ফ্রিজের সুইচ হতে আগুন লাগে। তালা ফায়ার স্টেশন কে সংবাদ দিলে তারা ঘটনাস্থলে আসার আগেই স্থানীয় জনগন আগুন নিয়ন্ত্রনে আনার আগেই ঘরের সকল মালামাল পুড়ে যায়। এতে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
এ বিষয়ে তালা ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) সরদার আব্দুল হান্নান জানান, আমরা বিকাল ৪টা ১৫ সময় সংবাদ পেয়ে ৪টা ৩২ মিনিটে ঘটনাস্থলে পৌছে মাত্র ৫ মিনিটের মধ্যে রেডি হয়ে ১২ মিনিটের মধ্যে আমরা ক্ষতিগ্রস্ত জায়গায় পৌঁছে যাই। আমরা পৌঁছানোর আগেই ঘরের সকল মালামাল পুড়ে যায়। তিনি আক্ষেপ করে বলেন, আমরা বিভিন্ন স্থানে তালা ফায়ার স্টেশনের নাম্বার দিয়ে এসেছি, তবে কেউ গুরুত্ব দেয় না। আগুন লাগার সাথে সাথে আমাদের সংবাদ দিলে এত ক্ষতি হতো না। তালা ফায়ার স্টেশনের হট লাইন নং-১০২। ফোন নং-০১৯০১০২২৮১০।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের আর্থিক সহযোগীতা করা হবে বলে জানান তিনি।

















