রবিবার , ২ নভেম্বর ২০২৫ | ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. আশাশুনি
  7. কক্সবাজার
  8. কলারোয়া
  9. কালিগঞ্জ
  10. কিশোরগঞ্জ
  11. কুড়িগ্রাম
  12. কুমিল্লা
  13. কুষ্টিয়া
  14. কৃষি
  15. খাগড়াছড়ি

তালা প্রেসক্লাবের সম্পাদক ফারুক’র শশুর ও বিশিষ্ট ব্যবসায়ী সরদার মতিয়ারের পিতার দাফন সম্পন্ন

প্রতিবেদক
Kopotakkho Times
নভেম্বর ২, ২০২৫ ২:১৮ অপরাহ্ণ

কপোতাক্ষ টাইমস ডেক্সঃ

তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ফারুক জোয়াদ্দারের শ্বশুর, বিশিষ্ট ব্যবসায়ী মতিয়ার সরদারের পিতা হাজী মোঃ শহিদুল সরদার (হাছিদ)-এর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

রবিবার (২ নভেম্বর) বিকালে মরহুমের জানাজার নামাজ তালার বারুইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়। জানাজায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব, সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. মাহমুদুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, রবিবার (২ নভেম্বর) রাত ২টা ১০ মিনিটে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন।

সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমির ডা. মাহমুদুল হক মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

মরহুমের পুত্র বিশিষ্ট ব্যবসায়ী মতিয়ার সরদার তাঁর পিতার রুহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

অন্যদিকে, তালা প্রেসক্লাবের সভাপতি এম.এ. হাকিম, সাধারণ সম্পাদক ফারুক জোয়াদ্দার, সহ সভাপতি এম এ ফায়সাল, সহ সভাপতি গাজী জাহিদুর রহমান, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান রেন্টু, যুগ্ম সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম শফি, কোষাধক্ষ্য আসাদুজ্জামান রাজু, ক্রীয়া সম্পাদক এম রোকনুজ্জামান টিপু, সদস্য জি এম খলিলুর রহমান লিথু, গাজী সুলতান আহমেদ, কাজী আরিফুল হক ভুলু, সেলিম হায়দার, কে এম শাহিনুর রহমান শাহিন, সেকেন্দার আবু জাফর, অর্জুন বিশ্বাস, মোতাহিরুল হক শাহিন, মোঃ আজিজুল ইসলাম, মীর ইমরান মাহমুদ হিল্লোল, তরিকুল ইসলাম, শেখ ইমরান, আজমল হোসেন জুয়েল, বিল্লাহ হোসেন, মারুফ হোসেন, কামাল হোসেন, সুমন রায় গণেশ সহ সকল সদস্য মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন জানিয়েছেন ।

সর্বশেষ - আন্তর্জাতিক