কে এম শাহীনুর রহমানঃ
সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি বাজারে আগুনে ভস্মীভূত এলাকা পরিদর্শন করলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসেন জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ। এসময় তিনি পুড়ে যাওয়া দোকান মালিকদের সাথে কথা বলেন, ক্ষয়ক্ষতির খোঁজ খবর নেন এবং ৭টি দোকান মালিক কে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন।
শুক্রবার (৩১ অক্টোবর) রাত ৯ টায় তিনি হাজাাকাটি বাজারে আসেন এবং ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।
এসময় সংক্ষিপ্ত পথসভায় উপজেলা জামায়াতের আমির মাও মফিদুল্লাহ’র সভাপতিত্বে ও খলিলনগর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আকবর হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসেন জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর আমীর ডাঃ মাহমুদুল হক।
বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা কর্ম পরিষদ সদস্য ডাক্তার আফতাব উদ্দিন, তালা উপজেলা জামায়াতের সেক্রটারী সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু প্রমুখ।
তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিম, খলিলনগর ইউনিয়ন ইউপি সদস্য আওরঙ্গজেব, তালা ইউনিয়ন আমের মুজিবর রহমান, ইউনিয়ন সেক্রেটারি মাস্টার মহিউদ্দিন, তালা সদর ইউপি সদস্য বাইজিদ হোসেন, জামায়াত নেতা ইদ্রিস আলী সহ শত শত স্থানীয় নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত দোকান মালিক ছুরমান গাজী, রায়হান শেখ, রানা বিশ্বাস, হানেফ গাজী, বাবুল শেখ, আফাজ গাজী ও আদম গাজীর হাতে নগদ ১০ হাজার করে টাকা প্রদান করা হয়।


















