শুক্রবার , ৩১ অক্টোবর ২০২৫ | ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. আশাশুনি
  7. কক্সবাজার
  8. কলারোয়া
  9. কালিগঞ্জ
  10. কিশোরগঞ্জ
  11. কুড়িগ্রাম
  12. কুমিল্লা
  13. কুষ্টিয়া
  14. কৃষি
  15. খাগড়াছড়ি

তালায় এতিমখানা,গুচ্ছগ্রাম ও দুস্থদের মাঝে দুম্বার মাংস বিতরণ! 

প্রতিবেদক
Kopotakkho Times
অক্টোবর ৩১, ২০২৫ ৩:১০ অপরাহ্ণ

কে এম শাহীনুর রহমান:

সাতক্ষীরার তালা উপজেলার এতিমখানা, মাদ্রাসা, গুচ্ছগ্রাম ও ইউনিয়ন পরিষদের মাধ্যমে প্রতিটি ইউনিয়নে দুস্থদের মধ্যে দুম্বার মাংস বিতরন করা হয়েছে।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রাণী সরকার উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।

শুক্রবার (৩১ অক্টোবর) রাতে সৌদি আরব সরকারের পক্ষ থেকে পাঠানো দুস্থ এতিমদের জন্য বরাদ্দকৃত এ দুম্বার মাংস বিতরন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অন্যান্য কর্মকর্তাদের সাথে নিয়ে উপজেলার তালিকাভূক্ত প্রতিটি এতিমখানার প্রধান, প্রতিটি ইউনিয়নে দুস্থদের মাঝে বিতরণের জন্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের কাছে দুম্বার মাংস পৌঁছে দিয়েছেন। তবে গুচ্ছগ্র গ্রামে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রাণী সরকার নিজের হাতে দুস্থদের মাঝে এই মাংস বিতরণ করেছেন বলে জানা গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় অফিস সুত্রে জানা গেছে, জেলা প্রশাসকের কার্যালয় থেকে তালা উপজেলার জন্য ৩৩ কার্টন দুম্বার মাংস বরাদ্দ দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রাণী সরকার বলেন, সৌদি সরকারের উপহার দুম্বার মাংস বাংলাদেশের দরিদ্র ও দুস্থদের মধ্যে বিতরণের জন্য পাঠানো হয়েছে। জনসংখ্যা অনুপাতে তালা উপজেলার জন্য ৩৩ কার্টুন পাওয়া গেছে। সেই মাংস আমি উপস্থিত থেকে তালিকাভূক্ত এতিমখানা, গুচ্ছগ্রামে বিতরণ করেছি এবং তালা উপজেলার প্রতিটি ইউনিয়নে চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে দুস্থদের মাঝে এই মাংস বিতরণ করা হয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক