মঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর ২০২৫ | ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. আশাশুনি
  7. কক্সবাজার
  8. কলারোয়া
  9. কালিগঞ্জ
  10. কিশোরগঞ্জ
  11. কুড়িগ্রাম
  12. কুমিল্লা
  13. কুষ্টিয়া
  14. কৃষি
  15. খাগড়াছড়ি

তালায় দূর্গা প্রতিমা ভাংচুর, ইউএনও, ওসি সহ উর্দ্ধোতন কর্মকর্তাদের ঘটনাস্থল পরিদর্শন! 

প্রতিবেদক
Kopotakkho Times
সেপ্টেম্বর ২৩, ২০২৫ ১২:১৩ অপরাহ্ণ

কে এম শাহীনুর রহমানঃ

সাতক্ষীরার তালা উপজেলার তেতুলিয়া ইউনিয়নের কলাপোতা পূর্ব পাড়া দূর্গা মন্দিরে প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রাণী সরকার, অফিসার ইনচার্জ (ওসি) মাইনউদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এরপর পর্যায়ক্রমে র্যাব, সেনাবাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। 

সোমবার (২৩ সেপ্টেম্বর) গভীর রাতে এ ভাংচুরের ঘটনা ঘটে।

প্রাপ্ত তথ্যে জানা যায়, আসন্ন শারদীয় দূর্গাপূজার প্রতিমা তৈরির প্রস্তুতি শেষ পর্যায়ে। গভীর রাতে সকলের অগোচরে দুষ্কৃতকারীরা দূর্গার বাহনের উপর উঠে দূর্গার মাথার কিছু চুল ছিড়ে ফেলে ও শরীরের কাপড় খুলে রেখে যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী পূজা উৎযাপন কমিটি কোনো নিরাপত্তার ব্যবস্থা রাখেনি বলে জানা গেছে।

সরেজমিন পরিদর্শনে জানা যায়, রাত ২ টা পর্যন্ত পূজা কমিটির লোকজন উপস্থিত ছিলো। এসময় বিদ্যুৎ না থাকায় তারা মন্দির ত্যাগ করার সুযোগে দুষ্কৃতকারীরা এ ঘটনা ঘটিয়েছে।  নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানান, এই পূজা উৎযাপন কমিটি নিয়ে দ্বন্দ্ব ছিলো। সে কারণে এমন ঘটনা ঘটতে পারে, আবার স্থানীয় বকে যাওয়া নেশাগ্রস্থরাও এমন ঘটনা ঘটাতে পারে বলে জানান তারা।

ইউনিয়ন পূজা উৎযাপন কমিটির সভাপতি শঙ্কর দাশ বলেন, কোনো রাজনৈতিক বা ধর্মীয় প্রতিহিংসার কারণে এমন ঘটেনি। এত রাতে বাইরের কোনো লোক এমন ঘটনা ঘটাতে আসবে বলে মনে হয় না। কমিটি গঠন সংক্রান্ত বিরোধের কারণে এমন ঘটনা ঘটতে পারে বলে জানান তিনি।

তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান এম এম আবুল কালাম আজাদ বলেন, বিষয়টি খুবই দুঃখ জনক। ইতিপূর্বে কখনো এই ইউনিয়নে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটেনি। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রাণী সরকার ও তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মাইনউদ্দীন শান্তি শৃঙ্খলা বাজায় রাখতে কঠোর পরিশ্রম করছেন। আনছার ও পুলিশ দ্বায়িত্ব নেয়ার পূর্বে কমিটির সদস্যদের প্রশাসনের পক্ষ থেকে দ্বায়িত্ব পালনের নির্দেশনা থাকলেও তারা দ্বায়িত্বে অবহেলা করেছেন। তবে কোনো রাজনৈতিক প্রতিহিংসার কারণে এমনটা হয়েছে বলে মনে হয় না।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রাণী সরকার বলেন, তালা উপজেলার আসন দূর্গা পূজা নির্ভিগ্নে উৎযাপন করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রতিটি পূজা মন্দিরে স্থানীয় যুবক ও ছাত্র প্রতিনিধিদের নিয়ে কমিটি গঠনের নির্দেশনা দেয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে প্রতিটি মন্দির নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এই প্রতিমা ভাংচুর বিচ্ছিন্ন ঘটনা। কমিটির লোকজন আরো দ্বায়িত্বশীল হলে এমন ঘটনা ঘটতো না। আগামীতে যাতে এমন ঘটনা আর না ঘটে সে বিষয়ে পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানান তিনি।

সর্বশেষ - আন্তর্জাতিক