শুক্রবার , ১৫ আগস্ট ২০২৫ | ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. আশাশুনি
  7. কক্সবাজার
  8. কলারোয়া
  9. কালিগঞ্জ
  10. কিশোরগঞ্জ
  11. কুড়িগ্রাম
  12. কুমিল্লা
  13. কুষ্টিয়া
  14. কৃষি
  15. খাগড়াছড়ি

তালায় সামাজিক সংগঠন ‘ছায়াবীথি ক্লাব’র উদ্যোগে আট দলীয় ফুটবল টুর্ণামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন! 

প্রতিবেদক
Kopotakkho Times
আগস্ট ১৫, ২০২৫ ৪:১২ অপরাহ্ণ

কে এম শাহীনুর রহমানঃ

সাতক্ষীরার তালায় “এসো আলোর দিকে যাই,মাদককে না বলুন, খেলার মাঠে ফিরে আসুন” এই প্রতিপাদ্য যুবসমাজ কে ধ্বংসের পথ থেকে ফেরাতে ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জনগণকে সচেতন করতে সামাজিক সংগঠন ‘ছায়াবীথি ক্লাব’র উদ্যোগে ৩ লক্ষ টাকার আট দলীয় ফুটবল টুর্ণামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন করা হয়েছে। 

শুক্রবার (১৫ আগষ্ট) বিকেলে চরগ্রাম কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আলোচনা সভায় ‘ছায়াবীথি ক্লাব’র উপদেষ্টা ও জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মফিদুল হক লিটুর সভাপতিত্বে ও ‘ছায়াবীথি ক্লাব’র সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাহিদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও খেলার উদ্বোধন করেন, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রাণী সরকার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান ও তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাইনউদ্দীন।

‘ছায়াবীথি ক্লাব’র সভাপতি ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান এর সার্বিক ব্যবস্থাপনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, তালা উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান।

খেশরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস এম লিয়াকাত হোসেন, উন্নয়ন পরিষদের পরিচালক আব্দুস সালাম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম, মাগুরা ইউনিয়নের বিএনপি’র সাধারণ সম্পাদক ও সার্চ কমিটির সদস্য আমিনুর রহমান, তালা উপজেলা যুব জামায়াতের সভাপতি ও তালা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রেন্টু, ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি মোঃ আনোয়ার হোসেন আনু, তালা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সেলিম হায়দার, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, যুবনেতা সৈয়দ আজমসহ হাজার হাজার ক্রীড়ামোদী দর্শক এসময় উপস্থিত ছিলেন।

খেলা পরিচালনায় সার্বিক সহযোগিতা করেছে ‘উপজেলা ক্রীড়া সংস্থা তালা ও আদর্শ চরগ্রাম যুব কমিটি।

খেলা পরিচালনা করেন, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার তালিকাভূক্ত পরিচালক উত্তম কুমার বাছাড়। পরিচালনা সহকারী হিসেবে দ্বায়িত্ব পালন করেন, সজ্ঞয় বিশ্বাস ও ফাহিম হোসেন।

খেলায় ধারাভাষ্যকার হিসেবে দ্বায়িত্ব পালন করেন,  বাংলাদেশ বেতারের কণ্ঠশিল্পী ক্রীড়া ধারাভাষ্যকর আলফাজ আহম্মেদ, সামছুল ইসলাম, মাষ্টার ওলিউল ইসলাম, সিদ্দিকুর রহমান, মাষ্টার জাহাঙ্গীর আলম ও মাষ্টার জাকির হোসেন।

উদ্বোধনী ম্যাচে যশোরের কেশবপুর উপজেলার বাঁশবাড়িয়া ফুটবল একাদশ ১-০ গোলে খুলনার  পাইকগাছা উপজেলার কপিলমুনি মেহেরব ফুটবল একাডেমি কে পরাজিত করে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত