কপোতাক্ষ টাইমস ডেক্সঃ
সাতক্ষীরার তালা উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির কমিটি গঠন উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ২৫ জুলাই) সকাল ১০ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের হলরুমে উপজেলা ঠিকাদার কল্যাল সমিতির সভাপতি কল্যান বসুর সভাপতিত্বে উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান সাইদ’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি শাহ্ মোঃ কামরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ঠিকাদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শাহিনুর রহমান বাবু।
উপস্থিত ছিলেন জেলা ঠিকাদার সমিতির সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন টুটুল, উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান প্রমুখ।
বেলা ২টায় দ্বিতীয় অধিবেশনে উপজেলার সকল ঠিকাদারদের উপস্থিতিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সভাপতি পদে মাস্টার আনোয়ারুল হোসেন আনু, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন ও ইলিয়াস হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি গঠন করা হয়।


















