শুক্রবার , ২৫ জুলাই ২০২৫ | ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. আশাশুনি
  7. কক্সবাজার
  8. কলারোয়া
  9. কালিগঞ্জ
  10. কিশোরগঞ্জ
  11. কুড়িগ্রাম
  12. কুমিল্লা
  13. কুষ্টিয়া
  14. কৃষি
  15. খাগড়াছড়ি

তালায় সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক  অজয় কুমার ঘোষকে বদলী করায় হতবাক  সমবায়ীরা!

প্রতিবেদক
Kopotakkho Times
জুলাই ২৫, ২০২৫ ৭:০৯ পূর্বাহ্ণ

কে এম শাহীনুর রহমানঃ

সাতক্ষীরা জেলার তালা উপজেলায় উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক অজয় কুমার ঘোষকে অন্যায়ভাবে বদলি করায় হতবাক সমবায়ীরা। এঘটনায় সমবায়ীদের মধ্যে দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। 

সরেজমিন পরিদর্শনে গেলে সমবায়ীরা বলেন, অজয় কুমার ঘোষ একজন কর্মঠ দক্ষ এবং প্রতিভাবান কর্মকর্তা। সমবায়ীদের যে কোন বিপদে তিনি পাশেই থাকেন। তাছাড়া অজয় কুমার ঘোষ এর উপজেলা প্রশাসনের সাথে সুনিবিড় সম্পর্ক থাকায় সমবায় বিভাগের মানউন্নয়নে নিরলস পরিশ্রম করেছেন। তার ঐকান্তিক প্রচেষ্টায় সমবায় বিভাগ উপজেলা প্রশাসনের মাধ্যমে একটি সুদৃশ্য ওয়াশরুম সহ ০৪ টি সুসজ্জিত অফিস কক্ষ তৈরী হয়। অফিসের সামনের অংশে দৃষ্টিনন্দনকরতে ফুলের বাগান তৈরীর পদক্ষেপ নিয়েছেন। সমবায় সমিতির মাঠ পর্যায়ে টাকা আদায়ের জন্য উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে লাল নোটিশ সহ সার্টিফিকেট মামলা দায়েরের কার্যক্রম অব্যহত রেখেছেন।

তারা বলেন, পাইকগাছা অফিস থেকে তালা অফিসে  যোগদানের সময়সীমা এখনো ২ বছর হয়নি। সরকারী কর্মচারী (বদলি) বিধিমালা ২০১৯ মোতাবেক প্রজাতন্ত্রের কোন কর্মচারী অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্ত্তি থাকাকালীন সময়ে তার বদলী করা যায়না। অথচ এই বিধিমালাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অজয় কুমার ঘোষ যখন হাসপাতালে অপারেশন হয়েছেন ঠিক সেই দিনেই তাকে বদলি করা হয়। তার বদলীর খবরে সমবায়ীদের মধ্যে প্রতিবাদের ঝড় উঠলে সমবায় বিভাগের কিছু কর্মকর্তা তার বিরুদ্ধে বিগত সরকারের ট্যাগ লাগানোর অপচেষ্টা করছেন।

তারা আরও বলেন, অজয় কুমার ঘোষ প্রজাতন্ত্রের একজন কর্মচারী হিসেবে মানুষের উন্নয়নের জন্য কাজ করে গিয়েছেন। এজন্য এই বদলীকে স্বাভাবিক হিসাবে নেয়নি উপজেলার সমবায়ীরা। সমবায়ী সহ গণমানুষের যৌক্তিক দাবী অচিরেই সমবায় বিভাগের উর্দ্ধতন কর্তৃপক্ষ বিষয়টির যৌক্তিক সমাধান করবেন।

এবিষয়ে উপজেলায় বিশিষ্ট সমবায়ী দিবস চন্দ্র ঘোষ, প্রশান্ত কুমার ঘোষ, শেখ রহমত আলী, ইন্দ্রজিৎ দাশ বাপী, সামছুল হক, পিন্টু কুমার ঘোষ,  সৈয়দ বাচ্চু হোসেন, শেখ সেলিম রেজা সহ সমবায় সমিতির সাথে সংশ্লিষ্ট অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, বিভাগীয় যুগ্ম নিবন্ধক একজন মানবিক এবং ডায়নেমিক কর্মকর্তা। তাঁকে ভুল বুঝিয়ে এই জঘন্য কাজটি করানো হয়েছে। বিষয়টির গুরুত্ব অনুধাবন করে অতিদ্রুত অজয় কুমার ঘোষকে পুনরায় ফিরিয়ে আনার আহবান জানান তারা।

উপজেলা সমবায় অফিসার মোঃ রফিকুল ইসলাম বলেন, অজয় একজন দক্ষ কর্মচারী এবং ভাল সংগঠক। তার রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়ে আমার কিছু জানা নেই। তবে চাকুরি জীবনে বদলি একটি চলমান প্রক্রিয়া।

এবিষয়ে অজয় কুমার ঘোষ এর প্রতিক্রিয়ায় বলেন, বদলী চাকুরি জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ কিন্তু হাসপাতালে অপারেশন বেডে আমি যখন যন্ত্রনায় কাতরাচ্ছিলাম, আমার মেয়ের এইচ এস সি পরীক্ষা চলমান এবং আমার বৃদ্ধপিতা-মাতা অসুস্থ থাকা অবস্থায় আমাকে বদলী করায় আমি হতবাক হয়েছিলাম। নিজেকে বড্ড অসহায় মনে হচ্ছিলো। তবে উদ্ধর্তন কর্তৃপক্ষ ইতোমধ্যে আমার বিষয়টি জেনেছেন এবং আমাকে আশ্বস্ত করেছেন, অচিরেই ন্যয় বিচার পাবো।

সর্বশেষ - আন্তর্জাতিক