কে এম শাহীনুর রহমানঃ
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, কেউ যেন এই সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। এদেশে সকল ধর্মের-বর্ণের মানুষ সমান সুযোগ সুবিধা ভোগ করবে। কোনো ব্যক্তি গোষ্ঠী এর বিরোধিতা করতে পারবে না। সাতক্ষীরার তালা উপজেলার মাঝিয়াড়া জগন্নাথ মন্দির চত্বরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন, সাতক্ষীরা-১(তালা-কলারোয়া) আসনের সাবেক সাংসদ ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।
শুক্রবার (২৭ জুন) বিকেলে উৎসব মুখর পরিবেশে ও ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে এই রথযাত্রা অনুষ্ঠিত হয়। মাঝিয়াড়া জগন্নাথ মন্দির চত্বর থেকে রথযাত্রা শুরু হয়ে মোবারকপুর রাধা-গোবিন্দ মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে সনাতন ধর্মাবলম্বী হাজার হাজার নারী পুরুষ অংশ গ্রহণ করেন।
তিনি বলেন, “ অতীতেও সনাতন ধর্মাবলম্বীদের সুখ-দুঃখে পাশে ছিলাম, আগামীতেও থাকতে চাই।
এ ধরনের ধর্মীয় আচার-অনুষ্ঠান সমাজে শান্তি ও সম্প্রীতির বন্ধন অটুট করে। এসকল অনুষ্ঠানে সকল ধর্মের-বর্ণের মানুষ অংশগ্রহণ করার কারণে মানুষে মানুষে ভেদাভেদ থাকে না। অন্য ধর্মের প্রতি হিংসা বিদ্বেষ দূর হয় এবং সহানুভূতি তৈরী করে।
তিনি আরও বলেন, ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনায় দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে।
এসময় তিনি মন্দিরের উন্নয়নে ১০ হাজার টাকা অনুদান দেন এবং ভবিষ্যতে পাশে থাকার প্রত্যাশা ব্যাক্ত করেন।
মাঝিয়াড়া জগন্নাথ মন্দির কমিটির সভাপতি উদয় কুমার সাধুর সভাপতিত্বে ও বসুদেব ঘোষের উপস্থাপনায় বক্তব্য রাখেন, তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সফিকুল ইসলাম, জগন্নাথ মন্দির কমিটির সাধারণ সম্পাদক শচীপুত্র মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক শ্যামল চৌধুরী লিটু ও সাধন পাল।
তালা উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান, যুগ্ম আহবায়ক সাইদুর রহমান, তালা প্রসক্লাবের সাধারণ সম্পাদক জোয়ার্দার ফারুক হোসেন, উপজেলা ছাত্র দলের সভাপতি মোঃ হাফিজুর রহমান, যুবনেতা সৈয়দ আজম সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।
এরআগে তালার ঘোষনগর শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী শান্তি নিকেতন ধাম রথযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাবিবুল ইসলাম হাবিব।
তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, তালা প্রসক্লাবের সাধারণ সম্পাদক জোয়ার্দার ফারুক হোসেন তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন।
এসময় লোকনাথ ধাম কমিটির পক্ষ থেকে প্রধান অতিথি সহ সকল অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
ঘোষনগর শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী শান্তি নিকেতন ধাম রথযাত্রা উৎযাপন কমিটির আহবায়ক তপন কুমার ষোষ ও ঘোষনগর শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী শান্তি নিকেতন ধাম কমিটির সাধারণ সম্পাদক ইউপি সদস্য প্রকাশ দালালের সার্বিক ব্যবস্থাপনায় রথযাত্রা লোকনাথ ধাম থেকে শুরু হয়ে গঙ্গারামপুর বীনা দেবনাথের বাড়িতে গিয়ে শেষ হয়।
আগামী ৫ জুলাই শনিবার উল্টোরথ যাত্রা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।


















