কে এম শাহীনুর রহমানঃ
সাতক্ষীরার তালায় জা প্রশাসনের আয়োজনে “শ্রমিক মালিক এক হয়ে, গড়ব এদেশ নতুন করে” এ প্রতিপাদ্য কে সামনে নিয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী তালা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়।
এসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন, তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুদুর রহমান।
বক্তব্য রাখেন, তালা বাজার বণিক সমিতির আহবায়ক এস এম নুরুল ইসলাম, বণিক সমিতির সদস্য ও ঠিকাদার জাহাঙ্গীর হোসেন, উপজেলা ইমারাত শ্রমিক ইউনিয়নের সভাপতি হারুণ-অর-রশিদ খোকন, শ্রমিক নেতা কবিরুল ইসলাম, রবিউল ইসলাম, হেকতম আলী, খায়রুল ইসলাম, লিয়াকত হোসেন প্রমুখ।
এসময় সহকারী কমিশনার ভূমি বলেন, ১৮৮৬ সালের ১লা মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমের মর্যাদা, শ্রমের মূল্য ও দৈনিক সর্বোচ্চ আট ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে শ্রমিকরা যে আত্মাহুতি দিয়েছিলেন তাদের সেই আত্মত্যাগের সম্মানে বাংলাদেশসহ সারা বিশ্বে দিবসটি শ্রমিকশেণীর মানুষের অধিকার আদায়ের দিন হিসেবে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। সারা পৃথিবীতে মে দিবস উৎযাপন করে তবে বাংলাদেশসহ বিশ্বের প্রয় ৮০টি দেশে শ্রমিকরা জাতীয় ছুটি ভোগ করে।