কে এম শাহীনুর রহমানঃ
সাতক্ষীরার তালায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আন্তর্জাতিক দিবস উপলক্ষে র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) সকাল ৮ টায় তালা সরকারী বি দে হাই স্কুলের পুরাতন মাঠ থেকে শুরু হয়ে উপশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তিন রাস্তার মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়।
তালা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাষ্টার আমিনুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল হালিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা ডাঃ মাহমুদুল হক, মোঃ ইদ্রিস আলী, মাওঃ কামরুল ইসলাম, ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, তালা সদর ইউনিয়ন ফেডারেশনের সভাপতি আব্দুল আলিম ও ইজিবাইক শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি রফিকুল ইসলাম।