এস এম মোতাহিরুল হক শাহিন, বিশেষ প্রতিনিধিঃ
সাতক্ষীরার তালায় উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামি উদ্যোগে মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে স্বাগতম মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ মার্চ) আসর নামাজের পরে তালা উপজেলা জামায়াতে ইসলামির আমির মাওলানা মফিদুল ইসলাম, ৭ নম্বর ইসলামকাটি ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, মাগুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আইয়ুব আলি, তালা সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মুজিবর রহমান, তালা সদর জামাতে ইসলামীর ওয়ার্ড সভাপতি এডভোকেট মশিয়ার রহমান, খলিলনগর ইউনিয়ন যুব জমাতের সভাপতি যুবনেতা আনোয়ার হোসেন, উপজেলা ইসলামি ছাত্র শিবির সভাপতি জামানুল বান্না, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মাস্টার আমিনুর রহমান, তালা উপজেলার জামাতে ইসলামির উপজেলা ওলামা বিভাগের মাওলানা কবিরুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিতিতে তালা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণশেষে পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভা শেষে বক্তৃতা করেন তালা উপজেলা জামায়াতে ইসলামির আমির মাওলানা মফিদুল ইসলাম, ৭ নম্বর ইসলামকাটি ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক।
বক্তারা বলেন মাহে রমজানের পবিত্রতা রক্ষা, দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম স্থিতিশীল রাখার দাবি জানান।


















