শনিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৫ | ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. আশাশুনি
  7. কক্সবাজার
  8. কলারোয়া
  9. কালিগঞ্জ
  10. কিশোরগঞ্জ
  11. কুড়িগ্রাম
  12. কুমিল্লা
  13. কুষ্টিয়া
  14. কৃষি
  15. খাগড়াছড়ি

তালায় জমি বসত বাড়ী ভাংচুর, লুটপাট সহ স্বামী-স্ত্রী কে পিটিয়ে জখম

প্রতিবেদক
Kopotakkho Times
ফেব্রুয়ারি ৮, ২০২৫ ২:২৪ অপরাহ্ণ

এম এ ফয়সাল, বিশেষ প্রতিনিধিঃ

তালায় জমি জায়গা বিরোধের জের ধরে বসত বাড়ী ভাংচুর, লুটপাট সহ স্বামী-স্ত্রী কে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষের লোকজন। সম্প্রতি ঘটনাটি ঘটেছে, তালা উপজেলার হরিশ্চন্দ্রকাটি গ্রামে। আহত ঝর্না রানী (৩০) কে মারাত্মক আহত অবস্থায় তালা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় গতকাল ৮ ফেব্রুয়ারি তালা থানায় লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।

জানাযায় , তালা উপজেলার হরিশ্চন্দ্রকাটি গ্রামের দুলাল দাশের ছেলে হারাধন দাশের সহিত একই এলাকার রামপদ দাশের বিবাদ চলে আসছিল।

তালা হাসপাতালে ভর্তি ঝর্না রানী ও তার স্বামী হারাধন দাশ জানান, আমাদের পৈত্রিক সুত্রে প্রাপ্ত হরিশ্চন্দ্রকাটি মৌজায় ৮৬৫ দাগের সম্পত্তির উপরবসত বাড়ী করে বসবাস করে আসছি। পক্ষান্তরে রামপদ দাশ ৮৬৩ দাগের জমিতে দখলে রয়েছে, কিন্তু সে তঞ্চকী কাগজ পত্র সৃষ্টি করে ৮৬৫ দাগের ২৭ শতাংশ পুর্বেই দখল করে নিয়েছে। বাকি দুই শতকে আমার বসতি, তারপরও আমার রামপদ দাশ গং আমার বসত বাড়ী জবর দখলের চেষ্টা করছে।গত ৪ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮ টার দিকে আমাদের উপর হামলা চালায়। এ সময় স্ত্রী র মাথায় আঘাত প্রাপ্ত হলে মুমুর্ষ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসলে ৯ টি সেলাই দিতে হয়েছে। ভুক্তভোগীরা আরও জানায়, উক্ত সম্পত্তি নিয়ে আদালতে মামলা চলমান, কিন্তু প্রতিপক্ষ আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জমি জবর দখলের পাঁয়তারা করছে।

 

সর্বশেষ - তালা