এস এম শাহাদাত, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
কালিগঞ্জের বিষ্ণুপুরে প্রান্তিক সংঘ ও বন্ধু মহল ক্লাব এর আয়োজনে প্রতি বছরের ন্যায় এ বছরেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে।
সোমবার (৩ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৭টায় পঞ্চমী মেলা শুভ উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার অনুজা মন্ডল। এসময় পূজা মন্ডপে সরস্বতী পূজার অঞ্জলি প্রদান করেন বিদ্যালয়ের শিক্ষার্থীসহ এলাকার নারী পুরুষসহ শতশত সনাতন ধর্মালম্বীরা।
মেলায় ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, তার মাতা গৌরী বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বামী ডাঃ অতিশ কুমার বাছাড়, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, উপজেলা কৃষক দলের আহ্বায়ক রোকনুজ্জামান, সদস্য সচিব আরিফুর রহমান ছোটনসহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, সাংবাদিকসহ এলাকার বিভিন্ন গণমান্য ব্যক্তিবর্গ বন্ধু মহল ও বিষ্ণুপুর প্রান্তিক সংঘ এর কর্মকর্তা ও সদস্যবৃন্দ।