কে, এম শাহীনুর রহমানঃ
সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুল কালাম আজাদকে আটক করেছে তালা থানা পুলিশ।
রবিবার (১ ডিসেম্বর) দুপুরে তালা থানা পুলিশ ইউনিয়ন পরিষদে কর্মরত অবস্থায় তাকে আটক করে। আটককৃত ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ উপজেলার শিরাশুনী গ্রামের মৃতঃ সৈয়দ আলী মোড়লের পুত্র।
তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের একাধিক ইউপি সদস্য জানান, আজ সকাল থেকে চেয়ারম্যান আবুল কালাম আজাদ নিজ দপ্তরে কাজ করছিলেন। বিকাল ৩ টারও কিছু পরে তালা থানা পুলিশের একটি দল তাকে আটক করে নিয়ে যায়।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।


















