রবিবার , ১০ নভেম্বর ২০২৪ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. আশাশুনি
  7. কক্সবাজার
  8. কলারোয়া
  9. কালিগঞ্জ
  10. কিশোরগঞ্জ
  11. কুড়িগ্রাম
  12. কুমিল্লা
  13. কুষ্টিয়া
  14. কৃষি
  15. খাগড়াছড়ি

আলফাডাঙ্গায় আওয়ামীলীগ নেতা আবু হাসান গ্রেপ্তার

প্রতিবেদক
Kopotakkho Times
নভেম্বর ১০, ২০২৪ ৫:২৬ অপরাহ্ণ

ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরের আলফাডাঙ্গায় আবু হাসান নামের এক আওয়ামীলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাতে পৌরসভার আলফাডাঙ্গা বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করে ফরিদপুর কোতায়ালী থানায় পাঠানো হয়। রোববার বিকেলে তাঁকে ফরিদপুর কোতায়ালী থানার মাধ্যমে আদালতে সোপর্দ করে।

গ্রেপ্তার আবু হাসান আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি। পৌরসভার শ্রীরামপুর গ্রামের মৃত মালেক মোল্যার ছেলে।
আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ জানান ফরিদপুর কোতয়ালী থানার একটি মামলায় জড়িত থাকার সন্দেহে তাঁকে গ্রেপ্তার করে তাকে ফরিদপুর কোতয়ালী থানায় পাঠানো হয়েছে।

জানাযায়, ফরিদপুর জেলার মাবুদপুর এলাকার সিদ্দিকুর রহমানে ছেলে মুজাহিদুল ইসলাম বাদী হয়ে গত ১০ অক্টোবর ফরিদপুর কোতয়ালী থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১২৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০০-৪০০ জনকে আসামি করা হয়। ফরিদপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আসাদউজ্জামান বলেন, গত ৪ আগষ্ট বৈষম্যছাত্রবিরোধী ছাত্র আন্দলনের ঘটনায় ফরিদপুর সদরের বাসিন্দা মুজাহিদুল ইসলামের করা মামলায় অজ্ঞাত আসামি হিসেবে আবু হাসানকে শনিবার রাতে আলফাডাঙ্গা থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ - ফরিদপুর