তালা(সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার তালায় জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯নভেম্বর) বেলা ১১টায় তালা উপজেলা শাখার আয়োজনে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের তালা উপজেলার সভাপতি শেখ আব্দুল হাই এর সভাপতিত্বে সভার শুরুতে গণতান্ত্রিক ফ্রন্টের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাপ্তাহিক সেবা পত্রিকার সম্পাদক ডাঃ এম এ করিম ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক অমল দাশের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে নীরবতা পালন করা হয়।
জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের তালা উপজেলার সাধারণ সম্পাদক মোঃ আছাবুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের তালা উপজেলা শাখার সদস্য মোঃ শহিদুল ইসলাম, সদস্য মোঃ শামসের আলী মোড়ল, জালালপুর ইউনিয়নের সভাপতি মোঃ জাবেদ আলী সরদার, উপজেলা শাখার অর্থ সম্পাদক মোঃ হজরত আলী, জালালপুর ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক মোঃ নাজিম উদ্দিন, সদস্য মোঃ আসমত আলী খান, শুভাকাঙ্ক্ষী মোঃ মোকর আলী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ছাত্র -মধ্যবিত্তদের আন্দোলনে সাম্রাজ্যবাদের দালাল স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়।এখন ক্ষমতায় এসেছে মার্কিন সাম্রাজ্যবাদের দালাল ডঃ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। এখনই সময় সাম্রাজ্যবাদের দালালদের উৎখাত করে শ্রমিক -কৃষক-মেহনতি জনগনের সরকার গঠনের।তাই কৃষক শ্রমিক শ্রমজীবি পেশাজীবী শ্রেণীর নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক বিপ্লবের লক্ষ্যে আপসহীন আন্দোলন সংগ্রামের পথে অগ্রসর হওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ।