গোলাম আজম মনির, ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের আলফাডাঙ্গায় সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছে আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি ও সহযোগী সংগঠন।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকাল ৪ টায আলফাডাঙ্গা উপজেলা রোডে বিএনপির অস্থায়ী কর্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আলফাডাঙ্গা উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান মিয়া আব্বাসের সভাপতিত্বে ও সদস্য সচিব নূর জামাল খসরুর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ফরিদপুর ১ আসনের সাবেক সাংসদ খন্দকার নাসিরুল ইসলাম। খন্দকার নাসিরুল ইসলাম বলেন, গত ১৬ বছরে অনেকবার জেল খেটেছি নির্যাতিত হয়েছি, একাধিকবার আমার ঘরবাড়ি ভাংচুর করে গাড়ী পোড়ানো হয়েছে তবু কখনো দলের বাইরে যায়নি। ফরিদপুর ১ আসন তথা আলফাডাঙ্গা, বোয়ামারী ও মধুখালি বিএনপিকে শক্তিশালী করার লক্ষে কাজ করে চলছি। দলের ভিতরে কিছু সুবিধাবাদী লোক বিএনএম এর সাথে মিলে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি দলীয় নেতাকর্মীদেরকে একতাবদ্ধ থেকে রাষ্টীয় সংস্থার কাজে সরকারকে সহযোগিতা করার আহবান জানান।
তিনি আরো বলেন, আমাদের দল ক্ষমতায় গেলে নেতাকর্মীরা কোনো প্রকার অপরাধের সাথে জড়িত থাকবে না। মতবিনিময় সভায় আলফাডাঙ্গা পৌর বিএনপির আহ্বায়ক রবিউল হক রিপন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, রেজাউল করিম, পৌর বিএনপির সদস্য সচিব মোঃ ইস্রাফিল মোল্যা, যুবদলের আহবায়ক শাহিন মোল্যা, যুগ্ম আহবায়ক নেয়ামত পারভেজসহ বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।