গোলাম আজম মনির, ফরিদপুর প্রতিনিধিঃ
“স্মার্ট ভূমিসেব, স্মার্ট নাগরিক” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে ভূমি সেবা সপ্তাহ -২০২৪ উদযাপন উপলক্ষে জনসচেতনতা মুলক সভা করেছে আলফাডাঙ্গা উপজেলা ভূমি অফিস।
এ উপলক্ষে ৮ জুন বিকাল ৪ টায় উপজেলা ভূমি অফিস থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার আনুষ্ঠিত হয়। শোভাযাত্রা শেষে উপজেলা হলরুমে জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন ইয়াছমিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান কাজী মনিরুল হক, পৌর মেয়র আলী আকসাদ ঝন্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম সোজা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান, আলফাডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেন বুলবুল, প্রেস ক্লাবের সভাপতি সেকেন্দার আলম, ইউপি সদস্য আলমগীর হোসেন প্রমুখ। এ সময আরো উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইচ চেয়ারম্যান মোঃ ইয়াছিন মোল্যা, মহিলা ভাইচ চেয়ারম্যান আছিয়া খানম মৌসুমি।
+11
Enter