বৃহস্পতিবার , ৬ জুন ২০২৪ | ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. আশাশুনি
  7. কক্সবাজার
  8. কলারোয়া
  9. কালিগঞ্জ
  10. কিশোরগঞ্জ
  11. কুড়িগ্রাম
  12. কুমিল্লা
  13. কুষ্টিয়া
  14. কৃষি
  15. খাগড়াছড়ি

আলফাডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে কাজী মনিরুল, ইয়াছিন ও আছিয়া নির্বাচিত

প্রতিবেদক
Kopotakkho Times
জুন ৬, ২০২৪ ৪:০৯ অপরাহ্ণ

গোলাম আজম মনির,ফরিদপুর প্রতিনিধিঃ

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে অনুষ্ঠিত ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে মটর সাইকেল প্রতিক নিয়ে কাজী মনিরুল হক চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বুধবার (৫ জুন) সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। ৪০টি ভোট কেন্দ্রে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে ৪৯২৮০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। নির্বাচন কে ঘিরে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী কাজ করেছে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৯জন, ভাইচ চেয়ারম্যান (পুরুষ) পদে ৭জন ও মহিলা ভাইচ চেয়ারম্যান পদে ৮জন প্রার্থী অংশগ্রহন করেন।

নির্বাচনে চেয়ারম্যান পদে কাজী মনিরুল হক মোটরসাইকেল প্রতীকে ১৪ হাজার ৭শত বাইশ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী এ.কে.এম জাহিদুল হাসান (জাহিদ) কাপ পিরিচ প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৮শত ৭৮ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে ইয়াছিন মাষ্টার তালা প্রতীকে ১৮ হাজার ৪ শত একানব্বই ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৌকীর আহমেদ ডালিম টিউবওয়েল প্রতীকে পেয়েছে ১১ হাজার ৬শত ৯৫ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোসাঃ আছিয়া খানম পদ্মফুল প্রতীকে ৯ হাজার ৭শত ৬৭ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দীপালী রায় হাস প্রতীকেে পেয়েছে ৭ হাজার ৪শত ৭৭ ভোট ।

সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহন শেষে উপজেলা হলরুমে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন সহকারী রিটানিং অফিসার ও আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার সারমিন ইয়াসমীন।

সর্বশেষ - তালা