গোলাম আজম মনির, ফরিদপুর প্রতিনিধি:
র্যাবের হাতে আটক ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়র্ডের সদস্য ও ইউনিয়ন যুবলীগের সভাপতি সৈয়দ শরিফুল ইসলাম (সরফেজ) এর নিঃশর্ত মুক্তি ও ষড়যন্ত্রমূলক অভিযোগের নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল ১০টায় ইউনিয়ন আওয়ামী যুবলীগ এবং এলাকাবাসীর যৌথ আয়োজনে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আওয়ামীলীগ নেতা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেন পিকুলের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, ১ নং ওয়াডের ইউপি সদস্য শেখ শওকত মিয়া, সাবেক সদস্য রফিক, সাইদ, সাহিদা বেগম,বিলকিস বেগম,সৈয়দ শরিফুল ইসলাম (সরফেজ) মা নিলুফা বেগম, যুবলীগ নেতা নাহিদুল ইসলাম রাজুসহ সদর ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ। মানববন্ধনে বক্তরা অনতিবিলম্বে সৈয়দ শরিফুল ইসলাম (সরফেজ) এর মুক্তি এবং সেই সাথে এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তসহ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য গত (১১মার্চ) রাত ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার ৩নং আলফাডাঙ্গা সদর ইউনিয়নের বিদ্যাধর গ্রামের সৈয়দ শরিফুল ইসলাম ওরফে (সরফেজ) (৪৫)এর বাড়িতে র্যাব-৬ এর একটি দল শরিফুলের বসত বাড়ীর রান্না ঘর থেকে তল্লাশী করে ০১ টি দেশী ওয়ান শুটারগান ,০১ টি চাপাতি এবং ০৬টি ধাতব তৈরি ঢাল উদ্ধার করে এবং তাকে আটক করে আলফাডাঙ্গা থানায় হস্তান্তর করে। পরদিন আলফাডাঙ্গা থানা পুলিশ তাকে ফরিদপুর কোর্টে প্রেরণ করে । তবে এলাকাবাসী বাসীর দাবী গ্রাম্য গ্রুপিং এর কারণে তার ঘরে এসব অস্ত্র রেখে পরিকল্পিত ও ষড়যন্ত্র মূলক ভাবে র্যাবকে খবর দিয়ে তাকে ফাঁসানো হয়েছে।