অভয়নগর (যশোর) প্রতিনিধিঃ
“অভয়নগরের সুর, খাটি খজেুররে গুড়” এই প্রতপিাদ্য নিয়ে যশোরের অভয়নগরে তৃতীয় দিনে গুড় মেলা ও পিঠা উৎসবের সমাপনী দিনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ ফেব্রুযারি) সন্ধ্যায় উপজেলার নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে শাহ্ হাদিউজ্জামান স্বাধীনতা মঞ্চে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদের সভাপতিত্বে সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্য রাখনে যশোররে জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ির উপ পরচিালক প্রশান্ত কুমার মজুমদার।
বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজলো আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর, নওয়াপাড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সুগ্ম সাধারণ সম্পাদক সুশান্ত কুমার দাস শান্ত, নওয়াপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ রবিউল হাসান, উপজলো সহকারী কমশিনার (ভূমি) থান্দার কামরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম প্রমুখ।
উপজলোর বিভিন্ন দপ্তরের কর্মর্কতা কর্মচারি ও ইউপি চেয়ারম্যানসহ হাজারো দর্শনার্থী এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পুরাতন ঐতিহ্যকে ধরে রাখার জন্য মেলায় ৩১টি স্টলে খাঁটি গুড় বিক্রয় ও বিভিন্ন ধরণের পিঠার সমারহ ঘটেছে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেঁজুরের রস, খাটি গুড়ের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে এই মেলার আয়োজন করে উপজেলা প্রশাসন। খেজুর গাছের চারা, বাঁশ, বেত ও মাটির তৈরি জিনিস, বাদ্যযন্ত্র গ্রামীণ ঐতিহ্যবাহী জিনিসপত্র।
খাঁটি গুড়ের ঐতিহ্য ছড়িয়ে দিতে এই গুড়ের উৎপাদন বাড়ানো ও নতুন গাছি তৈরি করতেই এই মেলার আয়োজন বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।