কলারোয়া প্রতিনিধি:
কলারোয়া থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন কলারোয়া পৌর প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
মঙ্গলবার(১৬জানুয়ারী) সন্ধ্যায় সাংবাদিকবৃন্দ কলারোয়া থানায় সদস্য যোগদানকৃত অফিসার ইনচার্জ রফিকুল ইসলামের সাথে দেখা করে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় উপস্হিত ছিলেন, কলারোয়া পৌর প্রেসক্লাবের সভাপতি সরদার ইমরান হোসেন, সাধারণ সম্পাদক জুলফিকার আলী, সহ-সভাপতি আলম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ মেহেদী, জাহাঙ্গীর হোসেন, ক্যাশিয়ার সোহাগ হোসেন, নির্বাহী সদস্য আল আমিন গাজী, তাফহিমুল ইসলাম, রিয়াদ হোসেন, ইমন হোসেন প্রমুখ।
এসময় অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম কলারোয়ায় মাদক নিয়ন্ত্রনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এছাড়া তিনি কলারোয়ায় যে কোন ঘটনা থানা পুলিশকে জানানোর জন্য সাংবাদিকদের প্রতি আহবান জানান।