কে এম শাহীনুর রহমানঃ
সারাদেশে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রাতিবাদে ও ৭ জানুয়ারী শান্তিপূর্ণ ভোট গ্রহণের দিন শান্তিÑশৃঙ্খলা স্বাভাবিক রাখতে তালা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্দ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার (১৩ ডিসেম্বর) সকালে তালা সদর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে তালা মহিলা ডিগ্রী কলেজ মাঠে উক্ত সমাবেশে তালা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহাবুদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের য্গ্মু সাধারণ সম্পাদকা মীর জাকির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের আওয়ামীলীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ সাইদ উদ্দীন।
বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হারুণ-অর-রশিদ, তালা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব উন্নয়ন বিষয়ক সম্পাদক লাইলা পারভীন সেজুতি, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান গোলদার, উপ-প্রচার সম্পাদক ও খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোজাফ্ফর রহমান, ইকবল হোসেন, শাহ-আলম (টিটু), তালা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাপড়ী, উপজেলা যুবলীগের সভাপতি ও তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম মুক্তি প্রমুখ।
বক্তরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে আবারও ক্ষমতায় আনার জন্য নৌকা প্রতিকে ভোট দেয়া ও ভোটের দিন কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য তৃণমূলের কর্মীদের একতাদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।