গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধিঃ
টাঙ্গাইলের কালিহাতীতে ঐতিহ্যবাহী কালিহাতী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত (৪র্থ তলা) ভবনের শুভ উদ্বোধন হয়েছে।
সোমবার (১৬ জানুয়ারী) সকালে উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয় ম্যানেজিং কমিটি সভাপতি ও কালিহাতি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আনছার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-৪ আসনের সাংসদ আলহাজ্ব মোহাম্মদ হাসান ইমাম খান সোহেল হাজারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিহাতী উপজেলা নির্বাহি কর্মকর্তা নাজমুল হোসাইন।
কালিহাতী থানা অফিসার্স ইনচার্জ মোল্লা আজিজুর রহমান, কালিহাতী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ আক্তারুজ্জামান মন্ডল, কালিহাতী পৌরসভা মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোস্তফা কবীর, সরকারী আর এস পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, ফাতেমা হালিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুর রহমান, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেম মিয়া, শিক্ষক ইদ্রিস মিয়া, কাউন্সিলর ফারুক হোসেন, কাউন্সিলর অজয় কুমার দে( লিটন),আওয়ামী লীগ নেতা এবিএম নুরুল আলম খসরু সহ প্রিন্ট ও বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।