গৌরাঙ্গ বিশ্বাস, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
কলকাতা স্ট্রিট পার্কে ২০২২ সালকে বিদায়, ২০২৩ সালকে স্বাগত জানাতে হাজার হাজার জনতা নেমে এসেছে।
আমরা সেখানকার উৎফুল্ল জনতার সাথে কথা বলে জানতে পেরেছি, আমরা অধীর আগ্রহে বসে থাকি এই নববর্ষকে বরণ করতে। এই নববর্ষকে বরণ করতে দুই বাংলার লোক যেন একাকার হয়ে গিয়েছে, আমরা এখানে অনেক বাংলাদেশি সাক্ষাৎ পাই, তাদের সাথে কথা বলে জানতে পারি আমরা অনেক আগে থেকেই প্লান করে রাখি কলকাতা গিয়ে নববর্ষকে স্বাগত জানাবো। এখানে কলিকাতা পুলিশ কেউ খুব তৎপর দেখা গিয়াছে যাতে করে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনাটা না ঘটে সেজন্য তারা খুবই তৎপর রাত বারোটা বাজার সাথে সাথে বাজি ফুটিয়ে ফেস্টুন ব্যানার নিয়ে পার্ক রাজপথে নেমে পড়ে, হাজার হাজার জনতা,ডান্সিং বারে চলে নিত্য পরিবেশনা।