বিনোদন ডেক্সঃ
অনামিকা চৌধুরী রু (লেখিকা)
কুহেলি কুঞ্জ বনে উত্তরী হাওয়ার
শীতল পরশে
শিশির ভেজা দূর্বা ঘাসের
পরতে পরতে ছড়ানো শিউলির সৌরভ,
আচঁলের ভাঁজে সুরভী মেখে
হলুদ সরষে ফুলের মেঠো পথে
অনাকাংখিত স্বপ্ন বালিকা খোলা চুলে
রাঙ্গা নুপুর পায়ে
রিনিঝিনি রেশমি চুরির ছন্দে শীতের শীতল হাওয়ায় উষ্ণ রশ্নি
ভালবাসার চাদরে বুকে জড়ায়।
কী অপরুপ রুপসী কণ্যা-
রুপসীর রুপের ঝলকে
প্রথম দেখায়-
উত্তাল তরঙ্গের মত
আমার হৃদয় প্রেম সাগরে
ভালবাসার তরী বাইতে লাগলো।
ওগো প্রেম কণ্যা-
শীতের শিশির বিন্দু কণার মত
আমার শিরা উপ-শিরায়
তোমার জন্য প্রেম কণিকার রক্ত
আগ্নেয়গিরি উত্তাপে উত্তাল হয়ে উঠছে।
শীতের প্রথম প্রহরের
প্রথম ভালবাসা তুমি,
শীতের শীতল করা শরীরের
উষ্ণ রেশমী চাদর তুমি,
শিউলি ফুলের সুবাসের আদর ছড়ানো ভালবাসা দিয়ে
তোমাকে জানাচ্ছি-
আমার প্রথম প্রেমের আমন্ত্রণ।
ওগো প্রেয়সী –
শীতের সুপ্রভাতে স্বাদরে গ্রহণ কর
আমার জীবনের প্রথম প্রহরের প্রেম অর্ঘ্য খানি।