কপোতাক্ষ টাইমস ডেক্স: মহামারি করোনা ভাইরাসে ঊর্ধ্বমুখী সংক্রমণের মাঝে এই মরণব্যাধি প্রতিরোধে দেশে এখন পর্যন্ত টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ২৪ লাখ ৫৮ হাজার ২২৩ জন।
সোমবার (২৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর টিকাদান বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে অধিদপ্তর জানায়, সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৩১ হাজার ৩৫৭ জন। এছাড়া টিকা নিতে এ দিন বিকাল সাড়ে ৫টা পর্যন্ত মোট নিবন্ধন করেছেন ৭২ লাখ ৩৪ হাজার ৭৫৪ জন।